কচুয়ায় যথাযথ মর্যাদায় ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬টায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ,কচুযা থানার পক্ষে ওসি ওয়ালী উল্লাহ,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আব্দুল মবিন,আওয়ামী লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার,কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি মো: আলমগীর তালুকদার।তাছড়া চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি,কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ,জাসদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কচুয়া : কচুয়ায় শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নির্বাহী অীপসার নীলিমা আফরোজ।
সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেওয়া হয়। এসময় মার্চ ফাস্ট,শারিরীক কসরত প্রদর্শিত হয়।অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, ওসি ওয়ালী উল্লাহ,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মসজিদ মন্দিরে জাতীর শান্তি,অগ্রগতি ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরআয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধারাভাষ্য প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার মো: আনোয়ার হোসেন,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হায়দার আলী,পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত,সাবেক শিক্ষক সনতোষ চন্দ্র সেন।
তাছাড়া আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রী কলেজ,সাচার ডিগ্রী কলেজ,পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়,পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয়,সিংআড্ডা ,উজানী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে ।
Leave a Reply