পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৃনমূল নেতাকর্মীর আস্থাভাজন মোঃ শাহজাহান শিশির নৌকা প্রতীকে বিপুল ভোটে পূনরায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে নুতন মুখ পৌর যুবলীগের সভাপতি মাহাবুব আলম তালা প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক সুলতানা খানম ফুটবল প্রতীক বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
রবিবার তৃতীয় ধাপে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১০৯টি কেন্দ্রে চেয়াম্যান ,ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ওই দিন রাতে কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার কচুয়া ,চাঁদপুর মো: আনোয়ার হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত তিনজনের নাম ঘোষনা করেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো:শাহজাহান শিশির নৌকা প্রতীকে (৪৪ হাজার ৮শত৭৩ ভোট) প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন আনারস প্রতীকে (৩২ হাজার ৬শত ৩৬ ভোট), জির্য়্্্্্্্্্্ারহমান হাতেম কাপপিরিচ৬হাজার ২শত ৮১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মাহাবুব আলম তালা প্রতীক(৪৩ হাজার ৪শত ৪১ ভোট) তার নিকটতম প্রার্থী,শাহজালাল প্রধান উড়োজাহাজ প্রতীকে(৩৯ হাজার ৩শত ১০ ভোট), মহিলা ভাইস চেয়াম্যান পদে সুলতানা খানম ফুটবল প্রতীকে (৪১ হাজার ৬ শত ৫৫ ভোট) প্রতিদ্বন্দি প্রার্থী আমেনা বেগম কলসি প্রতীক ১৬ হাজার ২শত ২১,সালমা সহিদ বৈদ্যুতিক পাখা ১৫ হাজার ৫শত ২২ ভোট পেয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিছু বিচ্ছন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন শেষ হয়। কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০৯ কেন্দ্রে ২ লক্ষ ৬৫ হাজার ৪শত ৬৬ জন ভোটারের মধ্যে আনুমানিক ৩০ হতে ৩৫ % ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আনোয়ার হোসেন জানান,দুই –একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। ১০৯ ভোট কেন্দ্রের কোন কেন্দ্রে ভোট গ্রহন বন্ধ হয়নি।
Leave a Reply