২০মার্চ বুধবার বিকেলে কচুয়া বার্তা নামে একটি ফেক আইডি থেকে বিভ্রান্তিমূলক পোষ্ট দিয়ে আমাদের এমপি মহোদয় সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরের সম্পর্কে কুরুচিপূর্ন লেখা দিয়েছে । ওই আইডি সাপ্তাহিক কচুয়া বার্তার নয় । সুতরাং ওই আইডি লেখার দায়দায়িত্ব আমাদের নয়। পাঠক ও কচুয়া বার্তার শুভানুধ্যায়ীদের দৃষ্টি আকর্ষন করছি ; জনপ্রিয় কচুয়া বার্তার সাপ্তাহিক প্রকাশনার পাশাপশি পাঠকদের সুবিধার জন্য আমাদের অনলাইন সংস্করন একটি ওয়েবসাইট www.kachuabarta.com রয়েছে নামে পরিচিত। আমাদের নিজস্ব লগো রয়েছে । একটি অসাধুচক্র আমাদের পত্রিকার সুনাম ক্ষুন্ন করার জন্য এ ধরনের কাজ করেছে । পাঠকদের কাছে বিনয়ের সাথে বলতে চাই আমরা প্রায় ১১ বছর সুনামের সাথে পাঠকের চাহিদানুযায়ী পত্রিকা প্রকাশ করে আসছি। যে অসাধু চক্রটি একাজ করেছে আমি পত্রিকার সম্পাদক হিসেবে কুরুচিপূর্ন পোষ্টের নিন্দা জানাই
নিবেদক
সম্পাদক ,প্রকাশক ও মুদ্রাকর
সপ্তাহিক কচুয়া বার্তা
ছবি: সাপ্তাহিক কচুয়া বার্তার লগো ও প্রকাশনা
Leave a Reply