কচুয়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আলহাজ্ব এমএ রশিদ প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকি ১৯ মার্চ মঙ্গলবার পালিত হয়েছে ।এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত কচুয়া উপজেলার শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রসার পক্ষ থেকে সকালে প্রয়াত এমএ রশিদ প্রধানের কবর জিয়ারত শেষে শ্রীরামপুর মাদ্রাসা,কচুয়া উপজেলা কৃষক লীগ ,কমিউনিটি পুলিশিং,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেমী তাঁর পরিবার বর্গ পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
ছবি :প্রয়াত এমএ রশীদ প্রধানের কবর জিয়ারতের একাংশ
মাদ্রসার অধক্ষ্য নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে প্রয়াত আলহাজ্ব এমএ রশিদ প্রধানের স্মৃতিরচারন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভনিং বডির সভাপতি মরহুমের জোষ্ঠ সন্তান নাছির উদ্দিন প্রধান।
মাদ্রাসার অধ্যাপক শাহীন মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি,কাদলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ,বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবআলম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, গর্ভনিং বডির সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর আহমেদ,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,আফাজ উদ্দিন মানিক, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক প্রানধন দেব,কৃষক লীগের সভাপতি দেওয়ান অহিদুর রহমান,মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার প্রমূখ। আলোচনা সভা শেষে মাদ্রাসার পক্ষ থেকে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ক্রেস্ট বিতরণ করা হয়।
এসময় মৃত্যুবার্ষিকির অনুষ্ঠানে অংশ গ্রহন করেন প্রয়াত আলহাজ্ব এমএ রশিদ প্রধানের সন্তান আলাউদ্দিন প্রধান,কুতুব উদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা,মাদ্রাসার শিক্ষক শিক্ষাথীসর্হ এলাকার সর্বস্তরের জনগন
Leave a Reply