কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বর্ণাঢ্য র্যালী, কুইজ প্রতিযোগীতা, শিশু সমাবেশ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নিলীমা আফরোজের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভুমি) রুমন দের পরিচালনায় শিশু সমাবেশ ,কুইজ প্রতিযোগিতা,অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকি উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
তাছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলি,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মুবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: হায়দার আলী,শিক্ষা অফিসার এইচএম শাহরিয়া রসুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত,মহিলা বিষয়ক কর্মকর্তা বিথিী রানী চক্রবর্তী কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালূকদার প্রমূথ।
ছবি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পঘ অর্পন করছেন নির্বাহী অফিসার নীলিমা আফরোজ
এছাড়া কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ,শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়,শ্রীরামপুর মাদ্রাসা ও উজানী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
ছবি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকি উপলক্ষে র্যালির একাংশ
Leave a Reply