উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্বের পর সমগ্র কচুয়ার রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছে। ।সব প্রার্থীর কর্মী সমর্থক নিজেদের পছন্দের প্রতীকের পক্ষে প্রচারনায় নেমে পড়েছে। তিন চেয়ারম্যান প্রার্থী শুক্রবার বিকেলে উজানীর পীর সাহেব প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম (র) সাহেবের কবর জিয়ারত করতে আসেন। দৈবচক্রে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিশির, ফয়েজ আহমেদ স্বপন ও সৈয়দ আ: জব্বার বাহার উজানী মাদ্রাসা মাঠে মখোমুখি হয়ে যান। এ সময় বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির এগিয়ে অপর দুই প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন ও সৈয়দ আ:জব্বার বাহারকে জড়িয়ে ধরে ও পারস্পরিক কুশল বিনিময় করেন।
তছাড়া ওইদিনে বিকেলে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাবেক সংসদ সদস্য প্রয়াত এডভোকেট আব্দুল আউয়াল খন্দকার, সেকান্দর আলী মিয়া, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত তাজুল ইসলাম বি.এস.সি ,কচুয়া উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মুক্তিযোদ্বা শুকু মিয়া কমিশনারের কবর জিয়ারত করেন ও হোসেনপুর,উজানী গ্রামের সাধারন জনগনের সাথে কুশল বিনিময় করেন। তিনি সন্ধ্যায় গুলবাহার গ্রামে চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খান ও প্রয়াত সংসদ সদস্য মিসবাউদ্দিন খানের কবর জিয়ারত করেন।এ সময় তিনি রহিমানগর, পালগিরি ,লুন্তি ,মনোহরপুর ,বাতাবাড়িয়া,মনপুরা ,গুলবাহার গ্রামে সাধারন জনগন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেন্ এবং আগামী ২৪ মার্চ নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্বির প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন বিভিন্ন এলাকায় গনসংযোগ করে ব্যস্ত সময় অতিবাহিত করেন।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আ: জব্বার বাহার উজানী বাজারে স্থানীয় জনগনের সাথে কুশল বিনিময় করেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম তালা প্রতীকে ভোট প্রর্থনা করে পৌর এলাকার ভোটার ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন। তিনি তার ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি তুলে ধরে সবাইকে আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চমৎকার পোষ্ট দিয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা শহীদ কাদলা ইউনিয়নের চৌমুহনী বাজারে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
অপরদিকে সুলতানা খানম প্রতীক তার কাঙ্খিত ফুটবল মার্কা পাওয়ার পর গুলবাহার গ্রামের জনগনের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
ছবি: চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিশিরের প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম (র) কবর জিয়ারত শেষে দোয়া মুনাজাতের একাংশ ।
Leave a Reply