বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কচুয়ায় আন্তর্জতিক নারী দিবস পালিত হয়েছে।“ সবাই মিলে ভাবো,নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো ” এ স্লোগানে৮ মার্চ শুক্রবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী উন্নয়ন মেলা,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ প্রধান অতিথি হিসেবে আন্তর্জতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন। এ সময় নারী উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন সংস্থার স্টল ঘুরে দেখেন। মেলায় তথ্য আপা প্রকল্পের আয়োজনে বিনামূল্যে ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তীর সভাপ্রধানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভ’মি)রুমন দে,অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার আহসানুল হক,পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত,সহকারি শিক্ষা অফিসার মো: মনির হোসেন, তথ্য আপা প্রকল্পের তথ্য কর্মকর্তা শারমিন সুলতানা ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালকদার,সাবেক শিক্ষক সনতোষ চন্দ্র সেন প্রমূখ। বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
Leave a Reply