২৪মার্চ অনুষ্ঠিতব্য কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিশির শুক্রবার জুমার নামাজের পর জগতপুর গ্রামে তাাঁর মায়ের কবর জিয়ারতশেষেআনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেন। ওই দিন প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম (র) কবর জিয়ারত করেন ।
তছাড়া ওইদিনে বিকেলে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাবেক সংসদ সদস্য প্রয়াত এডভোকেট আব্দুল আউয়াল খন্দকার, সেকান্দর আলী মিয়া, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত তাজুল ইসলাম বি.এস.সি ,কচুয়া উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মুক্তিযোদ্বা শুকু মিয়া কমিশনারের কবর জিয়ারত করেন ও হোসেনপুর,উজানী গ্রামের সাধারন জনগনের সাথে কুশল বিনিময় করেন।
তিনি সন্ধ্যায় গুলবাহার গ্রামে চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খান ও প্রয়াত সংসদ সদস্য মিসবাউদ্দিন খানের কবর জিয়ারত করেন।
এ সময় তিনি রহিমানগর, পালগিরি ,লুন্তি ,মনোহরপুর ,বাতাবাড়িয়া,মনপুরা ,গুলবাহার গ্রামে সাধারন জনগন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেন্ এবং আগামী ২৪ মার্চ নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্বির প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
ছবি: চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিশিরের প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম (র) কবর জিয়ারত শেষে দোয়া মুনাজাতের একাংশ ।
Leave a Reply