কচুয়ার উজানীতে ৩ দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড় শুরু হয়েছে।
বাংলাদেশ মজলিসে তা‘লিমুল উম্মাহর উদ্যোগে বৃহস্পতিবার জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মাঠে বাদ জোহর ইসলাহী জোড় শুরু হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রান মুসলমানগন আত্মসুদ্ধি ও হেদায়াতের লক্ষে জামাত বন্ধি হয়ে ইসলাহী জোড়ে অংশ গ্রহন করছেন।
ইসলাহী জোড়ে বাংলাদেশ মজলিসে তা‘লিমুল উম্মাহর আমীর ফজলে ইলাহী ,নায়েবে আমীর আশেক ইলাহী,উজানী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আঃ রহমান,মোহতামিম মাহবুব ইলাহী,সিনিয়র মুহাদ্দিছ মিজানুর রহমান, ইসলাহী জোড় পরিচালনা কমিটির সভাপতি মাঃ এহতাশামুল হক,সাধারন সম্পাদক মাঃ শিব্বির আহমেদসহ বাংলাদেশের প্রখ্যাত আলেমগন দ্বীনি ও আত্মসুদ্ধির লক্ষে মূল্যবান বয়ান রাখবেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলাহী জোড়ের সেচ্ছাসেবী বলেন, তিনদিন ব্যাপী বার্ষিক ইসলাহী জোড়ে কিভাবে একজন ইমানদার ও খাটি মুসলমান হওয়া যায় ওই বিষয়ের উপর তালিম দেওয়া হয়।
শনিবার বাদ জোহর আখেরী মুনাজাতের মাধ্যমে ইসলাহী জোড় সম্পন্ন হবে।
Leave a Reply