কচুয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে সাময়িকভাবে টিনশেড ঘরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু করার ব্যবস্থা করা হয়েছে। কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ১০৬ নং গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ন হওয়ায় খোলা আকাশের নীচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছিল। দৈনিক জনকন্ঠ,দৈনিক চাঁদপুর খবর ,কচুয়া বার্তা,অনলাইল টিভি চ্যানেল চেতনা টিভি ও অন্যান্য পত্রিকায় খোলা আকাশের নীচে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান শিরোনামে সংবাদ প্রকাশের পর ৪ মার্চ সোমবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ সরজমিনে বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি খোলা আকাশের নীচে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সাময়িকভাবে একটি টিনশেড ঘর নির্মান করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশ প্রদান করেন। ঘর নির্মানের জন্যে জেলা প্রশাসকের তহবিল থেকে টিন বরাদ্দ প্রদানের ঘোষনা করেন। অগ্রাধিকার ভিত্তিতে স্কুল ভবনের টেন্ডার করে নতুন ভবন নির্মানের আশ্বাস প্রদান করেন।
ওইদিন টিনশেড ঘর তৈরীর জন্য জমি ভরাট ,বাঁশ সংগ্রহের কাজ শুরু হয়েছে । ফলে কোমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নীচে পাঠদান বন্ধ হল ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল,সহকারি শিক্ষা অফিসার মনির হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর আক্তার,পরিচালনা পর্ষদের সভাপতি জহিরুল ইসলাম ,সহ-সভাপতি আমির হোসেন ,ইউপি সদস্য বিল্লাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ছবি ১/: কচুয়ার গোন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের একাংশ
প্রসংগত: কচুয়ায় উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে জরাজীর্ন একটি ভবনের বিভিন্ন অংশের আস্তর,ছাদের মধ্যখানের ভীম ও পিলারে আস্তর খসে পরছে। অন্য ভবনের দুইটি কক্ষের একটিতে অফিস ও অন্যটিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় । পরিচালনা পর্ষদ ঝুকিপূর্ণ মনে করে ওই ভবনের বাহিরে বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল।
ছবি ২/: কচুয়ার গোন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নীচে পাঠদানের একাংশ
Leave a Reply