সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে তরুনদের ভোটার হওয়ার বিষয়ে উদ্ধুদ্ব করতে কচুয়ায় ভোটার হব,ভোট দেব এ স্লোগানে বর্ণাঢ্য জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ১ মার্চ শুক্রবার কচুয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। নির্বাচন অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনির হোসেননের পরিচালনয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা র্নিবাহী অফিসার নীলিমা আফরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ,কচুয়া প্রেসক্লাবে সভাপতি আলমগীর তালুকদার,উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা কাজী আনোয়ারুল হক,পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত প্রমূখ। এসময় ভোট দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান,পল্লী বিদ্যুৎ এজিএম সিজান আহমেদ,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষক,সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় ভোটার দিবসে র্যালির একাংশ
Leave a Reply