তৃতীয় ধাপে ২৪মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত শাহজাজাহান শিশিরসহ ৭ প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষনা করেছে জেলা রির্টানিং অফিসার। বৃহস্পতিবার(২৮ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে ৭জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন। বৈধ প্রার্থীরা হলেন বর্তমান কচুয়া উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মোঃ শাহজাহান শিশির ,কচুযা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারি, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, হুমায়ুন কবির ।
ভাইস চেয়ারম্যান পদে কচুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও আশেক আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতানা খান , মহিলা নেত্রী শ্যামলী বেগম মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। শুধু মাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রসংগত: প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭মার্চ, প্রতীক বরাদ্দ ৮মার্চ, ভোট গ্রহন ২৪ মার্চ রবিবার।
Leave a Reply