চারদিনের টানাবৃষ্টি ও দুর্যোগপূর্ন আবহাওয়ায কচুয়ার আলু চাষীদের মাথায় হাত। কনকনে শীত ও ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কচুয়ার আলু চাষী। উপজেলার ৯টি ইউনিয়নের বিস্তীর্ন মাঠ জুড়ে কৃষকের হাহাকার।কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর কচুয়ায় ২ হাজার ২শত৬০ একর জমিতে আলু চাষ করেছে কৃষক। টানা চারদিনের বৃষ্টিতে প্রায় ২শত ৫০ হেক্টর আলু ক্ষেত আক্রান্ত হয়েছে। ১৫ হেক্টর আলু চাষী বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। মৌসুমের শেষ সময়ের বৃষ্টিতে আলু ক্ষেত পানিতে নষ্ট হয়ে যাওয়ায় ফলনশীল আলু কৃষক ঘরে তুলতে পারছেনা। উপজেলার পাথৈর বিতরা ,সাচার,পালাখাল, কাদলা ও কড়ইয়ার মাঠ ঘুরে দেখা গেছে বৃষ্টির কারনে আলুর গায়ে কালো কালো দাগ পড়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান ধারদেনা করে করে আলু চাষ করে ফলনশীল আলু ঘরে তুলতে না পেরে তারা আজ পথে নামার উপক্রম।
বৃহস্পতিবর কৃষি সম্প্রসারন অধিদপ্তর চাঁদপুর জেলার অতিরিক্ত উপ পরিচালক কবির হোসেন,জেলা প্রশিক্ষন অফিসার নোয়াখেরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অহসান হাবিব বিভিন্ন মাঠ পরিদর্শন করেন। দ্রুত আলু ক্ষেতের পানি নিস্কাশন করে কৃষকদের আলু তুলে স্থানীয় বাজারে বিক্রি করার পরমর্শ দিয়েছেন। অহসান হাবিব বলেন ক্ষতিগ্রস্থ আলু চাষীদের তালিকা তৈরী করে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করব এই আলু তুলে সংরক্ষন করা যাবেনা তাই স্থানীয়ভাবে এখনই বাজারে বিক্রি করে দিতে হবে।
ছবি: কচুয়ার ক্ষতিগ্রস্থ আলু জমি পরিদশণ করছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্ত,পাশে ক্ষততিগ্রস্থ আলুর একাংশ ।
Leave a Reply