কচুয়ায় উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ১০৬ নং গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নীচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। ২৪ ফেব্রুয়ারি রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় জরাজীর্ন বিদ্যালয়ে একটি ভবনের বিভিন্ন অংশের আস্তর,ছাদের মধ্যখানের ভীম ও পিলারে আস্তর খসে পরছে। এমতাবস্থায় পরিচালনা পর্ষদ ঝুকিপূর্ণ মনে করে ওই ভবনের বাহিরে বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্য ভবনের দুইটি কক্ষের একটিতে অফিস ও অন্যটিতে পাঠদান কার্যক্রম চলছে। বিদ্যালয়ের অভিভাবক মো: সেলিম মিয়া জানান ভবনটি যে কোন সময় ধসে পড়ে কোমলমতি শিক্ষার্থীদের প্রাননাশের সম্ভাবনা রয়েছে । তাই আমরা অভিভাবকগন ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে উৎকন্ঠায় আছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর আক্তার জানান আমরা ভবনটি ব্যবহার করতে পারছিনা,শ্রেণিকক্ষের অভাবে এখন বাহিরে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। বিষয়টি সহকারী শিক্ষা অফিসার মো:মনির হোসেনকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল সাংবাদিকদের জানান গোবিন্দপুর ও ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের টেন্ডারের কার্যক্রম পক্রিয়াধীন আছে।
কচুয়া: কচুয়ার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নীচে পাঠদান কার্যক্রমের একাংশ ।
Leave a Reply