কচুয়ার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠিত হয়। ১৫৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসাবে মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেন , সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব নির্বাচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সভাপতি এ কে এম এ হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হাকিম ও আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। তাছাড়াও মুক্তিযোদ্ধা এ কে এম আঃ মোতালেব চাঁদপুর জেলা আওয়ামীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,কচুয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য,দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কে এম আঃ মোতালেব বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সঙ্গঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেনে এবং সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
ছবি: ফাইল ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইদরীস আলী, মুক্তিযোদ্ধা তালুকদার সারোয়ার হোসেন, নির্মল চন্দ্র সিকদার, মোঃ গিয়াস উদ্দিন, কাজী রেজাউল হক রেজা, মোঃ সিরাজুল ইসলাম, ইসতিয়াক আহমেদ দিদার, মোঃ সাব্বির আলম লিটু, শেখ নবীব আলী, মোঃ রাশেদুজ্জামান (রাকেস), মোঃ হায়দার আলী, পিজুস কান্তি সরকার, আনোয়ার হোসেন মজুমদার, সৈয়দ মুরাদ রেজা, মোঃ নুরুন নবী, ইসহাক বাবু, আঞ্চলিক সহ-সভাপতি জাফর আহম্মদ সাদেক (চট্টগ্রাম), মোঃ নওশের আলী (রাজশাহী), মোাঃ সিরাজুল ইসলাম খান (সিলেট), মোঃ মোখলেছুর রহমান (কুমিল্লা), মোঃ শহীদুল ইসলাম (ময়মনসিংহ), মাহবুবুর রহমান শামীম (খুলনা), শেখ আজিম উদ্দিন (ফরিদপুর), আবু সায়েম (বরিশাল), মাহবুবুর রহমান (রংপুর), সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আখন্দ, মোঃ রাসেল মিজি, মোঃ শাহাদত আলী, মোঃ মনিরুজ্জামান, মোঃ মেহেদী হাসান আবিদ, মোঃ জহিরুল হক রিন্টু, আতাউর রহমান হৃদয়, মোঃ সাইফুল আলম মোল্লা, আলীম শাহ চৌধুরী, মোঃ মুইজজুর রহমান খান রবি, নাজমুল আলম, নাজিম উদ্দিন পাটোয়ারি, পলাশ বিশ্বাস, শরিফুল ইসলাম, এন এইচ এম জাহাঙ্গীর, শাহাদত হোসেন, আতিয়ার রাসুল হিমেল, সুলতান ওয়াদুদ, জহির উদ্দিন মারুফ, আশরাফুজ্জামান, তন্ময় কুমার বসু, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, কে এম রুবেল, অর্থ সম্পাদক মোঃ লুৎফর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জি এম আক্তার হোসেন, চাকরি বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
ছবি: ফাইল ছবি সভাপতি মুক্তিযোদ্ধা মো:খবির হোসেন,সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব
Leave a Reply