কচুয়ায় ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় থানায় মামলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত লাইলী বেগমের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে কথিত ডাক্তার কাউছার ও ক্লিনিকের পরিচালক শাহজাহান মোল্লাসহ ৫ জনকে বিবাদী করে ফুসলিয়ে ক্লিনিকে ভর্তি করিয়ে ভূল চিকিৎসা দিয়ে মৃত্যুর ঘটনার বিচারর দাবী করে মামলা দায়ের করে। বুধবার দৈনিক জনকন্ঠে সহ স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর টেলিফোন নির্দেশে বিতারা গ্রামীন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে প্রসূতি মৃত্যুর বিষয়ে সরজমিনে তদন্তপূর্বক লিখিত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তন্ত কমিটি ঘটন করা হয়। এদিকে প্রসূতি লাইলী বেগমের মৃত্যুর পর স্থানীয় উত্তেজিত জনতা হাসপাতালে তালা ঝুলিয়ে দেয়।
প্রসংগত: সোমবার বিকাল পাঁচটার সময় বিতারা গ্রামের কাশেম আলীর মেয়ে লাইলী বেগমের প্রসব ব্যাথা শুরু হলে তাকে পার্শ্ববর্তী সেন্টারে হাসপাতাল কতৃপক্ষ ফুসলিয়ে ভর্তি করায়। দীর্ঘ সময় কালক্ষেপনের পর রাত ১১টার সময় পেট কেটে বাচ্ছা বের না করে গ্রামীন হাসপাতাল কতৃপক্ষ লাইলী বেগমকে অচেতন অবস্থায় কুমিল্লা মেডিকেলে নিয়ে যাবার জন্য স্বজনদের নির্দেশ দেয়। কুমিল্লা নিয়ে যাওয়ার সময় পথেই লাইলী বেগম মৃত্যু ঘটে।
Leave a Reply