1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন : কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের পথসভা ও গনসংযোগ

  • আপডেট : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১০১০ বার পড়া হয়েছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কচুয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মোঃ শাহজাহান শিশির পথসভা ও গনসংযোগ করেছেন। তিনি রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার পাথৈর, সাচার, বিতারা এবং পালাখাল মডেল ইউনিয়নের  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গনসংযোগ করেছেন।

1ছবি:বারৈয়ারার পথসভায় বক্তব্য রাখছেন কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির
পাথৈর ইউনিয়নের বারৈয়ারা মোড়, বায়েক, সাচার বাজার, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়, বাতাপুকুরিয়া, শিমুলতলী, উত্তর পালাখালে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ শাহজাহান শিশির। এসময় তিনি বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের শহীদউল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে আমার রাজনৈতিক জীবন শুরু। আওয়ামী লীগের চরমক্রান্তি কালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক, নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্বাহী  সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে নৌকার বিজয়ের জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের জীবনের সুখ সাচ্ছন্দ বিসর্জন দিয়ে  কচুয়ার সাড়ে চার লক্ষ মানুষের উন্নয়নে কাজ করেছি। কোন প্রকার দাললি ,ভাওতাবাজী আমি করিনাই। নিজে চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থ বিত্তের মালিক হতে চাই চাইনি। সবাই আমার কাছে তাদের সমস্যা বলতে পেরেছে । আমি সবার সমস্যা শুনে সাধ্যমত উপকার করেছি।  আসছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ার সকল মানুষ ও দলীয় নেতাকর্মীদের অনুরোধে আমি নিজেকে পুনরায় উপজেলা  চেয়ারম্যান হিসেবে আমার প্রার্থীতা ঘোষণা করছি।আমার বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ সবদিক বিবেচনা করে আমাকেই এবার উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবেন।

009ছবি: কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের পথসভা ও গনসংযোগের একাংশ।
এসময় বিভিন্ন পথসভা ও সমাবেশে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ মোশাররফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রব মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবির, উপজেলা যুবলীগের সদস্য সালাউদ্দীন ভূইয়া হীরা,  ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মনির হোসেন, সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমূখ।

345
এসময় উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, মোশারফ হোসাইন সজীব, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক সামছ মিঠু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাবেক যুগ্ম আহবায়ক সুমন শিকদার, ছাত্রলীগ নেতা ইমাম হোসাইন, মাহবুব আলম, শাহাদাত হোসেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাসুদ মজুমদার অনিক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অনান্য সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের পথসভা ও গনসংযোগের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার