কচুয়ায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করছে। মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি দুপুরে কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও একই ক্যাম্পাসে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। জানা গেছে ওইদিন দুপুরে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মাথা ঘুরিয়ে ক্লাশে পরে যায়। এ ঘটনা দেখে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অন্য শিক্ষাথরাও দ্রুত অসুস্থ হতে থাকে ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন তাদেরকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । মুহুর্ত্বে প্রায় ৬০ জন অসুস্থ শিক্ষার্থীকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তাছাড়াএ ঘটনায় আরো ৪০ শিক্ষার্থী অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করছে। তাদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে শুরু করছে । উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা মো: সেহেলা রানা বলেন এটি গনহিষ্টিয়া (মাস হিষ্টিয়া)। শিক্ষার্থীরা সহসাই সুস্থ হয়ে যাবে।সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ,ওসি আতাউর রহমান ভুইয়া ,কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে আসেন এবং শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা সেবার বিষয় নিশ্চিত করেন।
Leave a Reply