তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনগনকে অবহিত করতে চাঁদপুরের কচুয়ায় তথ্য কমিশনের জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৮ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারন মানুষের সরকারের বিভিন্ন বিভাগের তথ্য সম্পর্কে অধিকারের বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম খান। এ সময় তিনি বলেন সরকারের অর্থ যে সব প্রতিষ্ঠানে থাকবে সেসব প্রতিষ্ঠানের অর্থ কিভাবে খরচ হয় তা জানার অধিকার সকল নাগরিকের রয়েছে। জনগনকে সচেতনতার মধ্যে এনে প্রতিষ্ঠান গুলির জবাবদিহীতা নিশ্চিত করা তথা সুশাসন প্রতিষ্ঠার জনেই ২০০৯ সালে তথ্য অধিকার আইন শুরু হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে বক্তব্য রাখেন,তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন ,সহকারি কমিশনার(ভ’মি) রুমনদে,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ:মবিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার পমুখ। এ সময় উপজেলা প্রশাসনের সকল বিভগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,সাংবাদিক,এনজিও কর্মী অবহিতকরন সভায় অংশ গ্রহন করেন।
ছবি:কচুয়ায় তথ্য অধিকারের বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম খান।
Leave a Reply