কচুয়ায় শান্তা আক্তার (২১) নামে অন্তসত্তা গৃহবধুর লাশ উদ্বার করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ জানুয়ারী সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে প্রবাসী রুবেল হোসেনর বসত ঘরে তার মা দেলেয়ারা বেগম শান্তা আক্তারকে ঘরের আড়ার সাথে ঝুলে আছে দেখে ডাকচিৎকার দেয় বলে দেলেয়ারা বেগম জানান। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল সঙ্গয়ি ফোর্স নিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে ও শান্তার শাশুরী দেলোয়ার বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত শান্তা আক্তারের ভাই হৃদয় ও মা অভিযোগ করেন শান্তা আক্তারকে তার ননদের স্বামী একই গ্রামের কেরামত হোসেন পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখে। দুই পরিবারের সম্মতিতে চার বছরপূর্বে শান্তা ও রুবেলের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের কথা না থাকলেও বিদেশে যাবার সময় রুবেলকে শান্তার বাবা ৮০ হাজার টাকা দিতে হয় । এ দিকে ঘটনার পর থেকে কেরামত হোসেন গাঢাকা দিয়েছে । অপরদিকে এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।
ছবি: কচুয়ায় গৃহবধুর লাশ দেখতে ্আসা প্রতিবেশী ও ইনসেটে গৃহবধু শান্তা আক্তারের মরদেহ।
Leave a Reply