কচুয়ায় নিবন্ধিত ভোটারদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম ২৩ জানুয়ারী থেকে শুরু কচুয়া পৌরসভাসহ ১২ টি ইউনিয়নের যে সমস্ত ভোটারগন পূর্বে বিতরনের সময় পেপার লেমিনেটেড পরিচয়পত্র নিতে পারেনি বা যাদের ভোটার স্লিপ হারিয়ে গিয়েছিল ওই সমস্থ ভোটার গনের পেপার লেমিনেটেড পরিচয় পত্র বিতরণ করা হবে। ২০ জানুয়ারী থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়রী পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। পরিচয় পত্র বিতরনের দিন ভোটারের মূল নিবন্ধন স্লিপ সাথে করে নিয়ে আসতে হবে। কচুয়া উপজেলা সার্ভার ষ্টেশন ( কচুয়া উপজেলা নির্বাচন অফিস) থেকে ২৩ জানুয়ারী কচুয়া পৌরসভা,২৪জানুয়ারী সাচার,২১ জানুয়ারী পাথৈর ,২৮ জানুয়ারী বিতারা,২৯ জানুয়ারী সহদেবপুর পূর্ব,৩০ জানুয়ারীসহদেবপুর পশ্চিম ,৩১ জানুয়ারী কচুয়া উত্তর,৩ফেব্রুয়ারী কচুয়া দক্ষিন,৪ ফেব্রুয়ারী কাদলা,৫ফেব্রুয়ারী কড়ইয়া ,৬ফেব্রুয়ারী গোহট উত্তর,৭ফেব্রুয়ারী গোহট দক্ষিন,১০ ফেব্রুয়ারী আশ্রাফপুর ইউনিয়নের ভোটারদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র থেকে বিতরন করা হবে।
২০১২ সালের পরবর্তী সময়ে হালনাগাদসহ নিবন্ধিত শুধু আশ্রাফপুর ইউনিয়নের ভোটারগনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরন না করার কারনে ২০ জানুয়ারী ওই ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের ,২১ জানুয়রী ৪,৫,৬ ওয়ার্ডের ও ২২ জানুয়রী ৭,৮,৯নং ওয়ার্ডের নিবন্ধিত ভোটারদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিষ্ট্রেশন অফিসার ,কচুয়া ,চাঁদপুর মো: আনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন ।
Leave a Reply