কচুয়ায় ডাকাতির মামলায় ৬জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৮ জানুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বক্সগঞ্জ গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের ঘরে রাতে অজ্ঞাত একদল মুখোশধারী ডাকাত দল কৌশলে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের লোকজনদের হাত পা বেধেঁ নগদ অর্থসহ,স্বর্ণালঙ্কার ও ব্যবহৃত মোবাইল,বিকাশের পাসওয়ার্ড ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ।এ ঘটনায় জসিমউদ্দিনের স্ত্রী তাহমিনা বেগম বুধবার ৯ জানুয়ারী কচুয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ ওইদিন পাশ্ববর্তী সেংগুয়া গ্রামের সাইফুল ইসলাম খোকন ডাকাতকে গ্রেফতার করে। খোকনের দেওয়া জবানবন্দি অনুযায়ী শুক্রবার ১১ জানুয়ারী সাইফুল ইসলাম খোকনসহ ৪ ডাকাতকে চাঁদপুর সদর,মতলব ও কচুয়া থেকে গ্রেফতার করে এবং ডাকাতির মালামাল সহ আরো ২জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৬ ভরিস্বর্ন,১১ভরি রুপা ও ১টিমোবাইল ফোন উদ্বার করে। শনিবার ১২ জানুয়ারী কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আতাউর রহমান ভুইয়া ডাকাতির ঘটনা সম্পর্কে সাংবাদ সম্মেলন করেন ও গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেফতারকৃতরা হল কচুয়ার উপজেলার সেংগুয়া গ্রামের সাইফুল ইসলাম খোকন,জমির হোসেন,মতলবের কাশিমপুর গ্রামের সামসু,গাবুয়া গ্রামের আলমাস ও মালামালসহ গ্রেফতারকৃত চাঁদপুর সদরের নুপুর রায়ও উজ্জল কান্তি ।
ছবি: কচুয়া থানার ওসির সংবাদ সম্মেলন ,গ্রেফতারকৃত ডাকাত ও উদ্বারকৃত মালামালের একাংশ
Leave a Reply