আগামী মার্চ মাসে দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শুধু ্্আওয়ামী লীগেরই এক ডজনেরও বেশী সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। পক্ষান্তরে বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনকে ঘিরে সেরকম কোন প্রচার দেখা যায়নি। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডে এরই মধ্যে জোর লবিং,তদবীর শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকগন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটারে নিজেদের পছন্দের প্রার্থীর ছবি দিয়ে সরব করতে শুরু করেছে। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন নিয়ে কাজ করতে শৃরু করেছে। কচুযার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ভেটার ২লক্ষ৬৫ হাজার ৯শত ৬৬জন।
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের যে সমস্ত প্রার্থীদের নাম শোনা যায় তারা হলেন বর্তমান চেয়ারম্যান মো: শাহজাহান শিশির বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও ছাত্রনেতা থেকে চেয়রম্যান নির্বাচিত হয়েছেন । সাবেক চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ভাইস চেয়ারম্যান এড.হেলাল উদ্দীন,কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী সদস্য ও বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,কাদলা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম লালু,ড.মহীউদ্দীন খান আলমগীর এপির রাজনৈতিক উপদেষ্টা ফয়েজ আহমেদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মো: ইমাম হোসেন মজুমদার,কচুয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এড.খালেক,সাচার ডিগ্রী কলেজের অধ্যাপক আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সরকার(পবন) প্রমূখ ।
মহিলা ভাইস চোরম্যান পদে : বর্তমান মহিল ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালাম সহীদ,সাধারন সম্পাদক তাসলিমা বেগম,সহ-সভাপতি হাসিনা মঞ্জু ।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহপরান,স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সাবেক সাধারন সম্পাদক হাবীব মজুমদার জয় প্রমূখ।
Leave a Reply