কচুয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন; হয়েছে ;রাত পোহালেই ভোট । চাঁদপুর -১ কচুয়া আসনে ১০৮টি কেন্দ্রে ২লক্ষ ৬৫ হাজার ৯শত ৬৬জন ভোটার। আওয়ামী লীগের সাবেক স্বরাস্ট্র মন্ত্রীড.মহীউদ্দীন খান আলমগীর ,বিএনপির মোহাম্মদ মোশারফ হোসেন জাতীয় পার্টির মো: এমদাদুল হক রোমন,ইসলামী আন্দোলন,ইসলামী ফ্রন্ট ,গনফোরাম ও স্বতন্ত্র থেকে মোট ৭জন প্রার্থী রয়েছে।
নির্বাচন উপলক্ষে প্রতিটি কে্েদ্র ভোট গ্রহনের লক্ষে ব্যালট পেপার থেকে শুরু করে ভোটের সকল সরঞ্জামাদি প্রেরন সম্পন্ন হয়েছে। পুলিশ প্রশাসন ৯৩টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ন হিসাবে চিহ্নিত করেছে। এ সমস্ত কেন্দ্রকে অধিকতর গুরুত্ব প্রদান করে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্যে ২শত ২০ জন পুলিশ ,১হাজার ২শত ৯৬জন আনসার সদসও প্রযোজনীয় সংখ্যক গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে শনিবার সকালে থানা প্রাঙ্গনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন সম্পর্কিত বিষয়ে ব্রিফিং করা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সার্কেল এসপি কচুয়া শেখ রাসেল ।
এ সময় বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আতাউর রহমান ভুইয়া । আইন শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিেিলন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো: শাহজাহান কামালসহ বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ,আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সহকারি রির্টানিং অফিসার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন রবিবার ভোট গ্রহনের জন্যে ভোটের সকল সরঞ্জামাদি ১০৮টি কেেেন্দ্র যথাসময়ে পাঠানো হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া বেসামরিক প্রশাসনকে সহযোগীতা ও ্আইন শৃ্খংলা স্বাভাবিক রাখতে ২ জানুয়ারী পর্যন্ত সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি প্যারামিলিটারী ফোর্স সহায়ক হিসাবে দায়িদত্ব পালন করবে।
Leave a Reply