কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৬ টা ৪০ মিনিটে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ পুুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পূস্পাস্তবক অর্পন করেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। পুস্পস্তবক অর্পণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,নির্বাহী অফিসার নীলিমা আফরোজ,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মুবিন ও অফিসার ইনচার্জ আতাউর রহমান ভুইয়া আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধ ও যুদ্ধাহত পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার স্কাউটস, গার্লস গাইড, কাব দল ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসল্পে প্রদর্শন করে। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক আলোক চিত্র প্রদর্শিত হয়।
ছবিঃ কচুয়ায় পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পাস্থবক অর্পনের একাংশ।
Leave a Reply