কচুয়াবার্তা রিপোর্টা :ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি লাইব্রেরিয়ান ঢাকাস্থ কচুয়া কল্যান সংঘের সভাপতি আ: লতিফ মজুমদার আর নেই । ১৫ ডিসেম্বর শনিবার ৭৫ বছর বয়সে আ: লতিফ মজুমদার ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি …রাজিউন) ।মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঢাকাস্থ কচুয়া কল্যান সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আ: লতিফ মজুমদারের জানাজা ১৬ ডিসেম্বর রবিবার কচুয়া উপজেলার পূর্বমনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মনপুরা মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন হয়।কচুয়া উপজেলার মনপরা মজুমদার বাড়ির সাদা মনের মানুষ আ: লতিফ মজুমদার সবাইকে কাদিয়ে শনিবার চলে গেলেন না ফেরার দেশে । সদাহস্যেজ্জল পরোপকারি এই মানুষটিকে আর দেখা যাবেনা । তিনি ৪৩ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটি লাইব্রেরিয়ান হিসাবে অবসর গ্রহন করেন। তাঁর মৃত্যুতে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ও ঢাকাস্থ কচুয়া কল্যান সংঘের সভাপতি ড.শাহ এমরান কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply