নারীরা ত্যাগ শিকার করে ,বুদ্ধিমত্তা খাটিয়ে সকলা বাধা অতিক্রম করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ চাঁদপুরের কচুয়ায় নির্বাচিত ৫ মহীয়সী নারীকে জয়িতা পদকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান করেন, প্রধান অতিথি নির্বাহী অফিসার নীলিমা আফরোজ । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) রুমন দে,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথীরানী চক্রবর্তী,নির্বাচন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার,সাংবাদিক রাকিবুল হাসান,মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমূখ।
আলোচনা শেষে ৫ জয়িতা পৌরসভার কুটিয়া লক্ষীপুর গ্রামের মির্জা আবুল হাসেমের স্ত্রী মনোয়ারা বেগম,পালাখাল গ্রামের মো: সোহাগ মিয়ার স্ত্রী রোকেয়া আক্তার ,কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামের অনিমা রানী বৈদ্য,পালাখাল গ্রামের রতন চন্দ্র পোদ্দারের স্ত্রী পূর্নিমা রানী চৌধুরী ও পালাখাল গ্রামের মদন মোহন দাসের স্ত্রী নমিতা রানী দাসকে সম্মাননা ক্রেস্ট,সনদ ও উপহার সামগ্রী প্রদান কারা হয়।
ছবি:১ জয়িতা মনোয়ারা বেগমকে সম্মাননা প্রদান করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply