একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রথম বারের মত আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শর্টগান ব্যবহার প্রশিক্ষনের জন্য ফায়ারিং মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ ডিসেম্বর কচুয়া পৌরসভার করইয়া মাঠে ১০৫জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিসি ও এপিসিদের ফায়ারিং মহড়ায় প্রশিক্ষন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার নীীলমা আফরোজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁদপুর জেলার কমান্ডেন্ট এএসএম আজিম উদ্দিন, উপজেলা নিবাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, আনসার বিডিপি কর্মকর্তা নুরুল ইসলামসহ থানা প্রশাসনের কমকর্তা ।
চাঁদপুর জেলার কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এএসএম আজিম উদ্দিন জানান চাদপুর জেলার ৫টি নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে ৬শত ৫০জন আনসার সদস্য শর্টগান নিয়ে দায়িত্ব পালন করবে। এর ধারাবাহিকতায় জেলার প্রতিটি উপজেলায় ফায়ারিং মহড়া অনুষ্ঠিত হচ্ছে । কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার নীীলমা আফরোজ বলেন এই নির্বাচন শতভাগ সুষ্ঠ ও নিরপেক্ষাবে সম্পন্ন করার লক্ষে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীও তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্বে পরিচয় দিবে তাই আর্মসসহ তাদের এই প্রশিক্ষন মহড়া ।
ছবি: কচুয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফায়ারিং মহড়ার একাংশ ।
Leave a Reply