একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন প্রার্থী চাঁদপুর ও কচুয়ায় মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার আওয়ামী লীগের দুই মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়া সহকারি রির্টানিং অফিসার নীলিমা আফরোজের কার্যালয়ে, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম হোসেন চাঁদপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে, বিএনপির তিন মনোনীত প্রার্থী বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আনম এহসানুল হক মিলন, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাজমুননাহার বেবি ,সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন চাঁদপুর রির্টানিং অফিসারের কার্যালয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জোবায়ের আহমেদ, বাংলাদেশ ইসলামী ফন্ট্রের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আলম মজুমদার, সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএসএম শহীদুল ইসলাম ও খন্দকার মোশারফ হোসেন কচুয়া সহকারি রির্টানিং অফিসার নীলিমা আফরোজের কার্যালয়ে মনোয়ন দাখিল করেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নীলিমা আফরোজ বলেন,শান্তিপূর্নভাবে নির্বাচনী আচরনবিধী মেনে সবদলের প্রার্থীগন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ছবিঃ চাঁদপুর-১ কচুয়া আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১০ প্রার্থীর ফাইল ছবি
Leave a Reply