1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে: কচুয়া বিএনপির তৃনমূল নেতাকর্মীরা উজ্জীবিত

  • আপডেট : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ১১৩৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর কচুয়ার রাজনীতির চিত্র ক্রমেই পাল্টিয়ে যাচ্ছে। কে কোন দল  থেকে মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে সর্বত্রই চলছে জল্পনা কল্পনা। বিএনপির দীর্ঘদিন দলীয় কর্মসূচি না থাকায় দলীয় নেতাকর্মী জিমিয়ে পড়ছিল ।একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী চাঁদপুর -১ (কচুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  ড.আনম এহসানুল হক মিলন বাংলাদেশে ফিরে আসায় কচুয়া উপজেলা বিএনপির নেতা কর্মীরা উজ্জীবিত ও চাঙ্গা।উচ্চ শিক্ষা ও চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। প্রবাসে যাওয়ার পূর্বে তিনি ৩৬টি মামলা মাথায় নিয়ে ১৮ মাস কারাভোগ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচনে প্রতিদ্বন্দিতার করার জন্য সম্প্রতি ড.মিলন দেশে ফিরেছেন। ড. মিলনের পক্ষে উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক খায়রুল আবেদীন স্বপন ও ড.মিলনের স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাজমুন নাহার বেবী,বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ঢাকা দলীয় কার্যালয় থেকে দলীয়  মনোয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। কচুয়ার বিএনপি দলীয় নেতাকর্মীদের  অভিমত একাদশ জাতীয় নির্বাচনের জন্য ড.মিলনের বিকল্প নেই।
উপজেলা বিএনপির সাধারন খায়রুল আবেদী স্বপন বলেন,কচুয়ার ২৪৩টি গ্রামের বিএনপি দলীয় নেতাকর্মীগন ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য ড.মিলনকে যোগ্য প্রার্থী মনে করেন।
উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মিন্টু বলেন,বিএনপির কেন্দ্রীয় সিদ্বান্তনুযায়ী ধানের শীষ প্রতীকে দলকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্বভাবে কাজ করতে প্রস্তুত। ড.মিলন তৃনমূলের বিএনপির নেতাকর্মীদের কথা চিন্তা করে দলের সিদ্বান্তনুযায়ী নির্বাচনে অংশগ্রহন করবে। সে জন্য কচুয়ার বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা উজ্জীবিত  এবং উচ্ছসিত।
পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম বলেন, কচুয়া আসনে বিএনপিকে সংগঠিত করে নির্বাচনে ধানের শীষ প্রতীককে  বিজয়ী করতে ড.মিলনই যোগ্য প্রার্থী।
উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ বলেন,উপজেলা ছাত্রদলের অভিভাবক ড.আনম এহসানুল হক মিলন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ছাত্রদল ধানের শীষ প্রতীকে ড.মিলনকে বিজয়ী করার লক্ষ্যে অগ্রনী ভ’মিকা রাখবে।
উপজেলা যুবদল নেতা হোসাইন জাকির বলেন,ড.মিলন কচুয়ায় বিএনপি দলীয় প্রার্থী জনপ্রিয় প্রার্থী । ড.মিলন দেশে ফিরে আসায় আমার কচুয়ার তৃনমূল বিএনপির নেতাকর্মীরা সবাই খুশি  এবং ড.মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহার বেবীর জন্য দোয়া  করবেন।

final

ফাইল ছবি। সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর -১ ( কচুয়া) আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী ড.আনম এহসানুল হক মিলন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার