চাঁদপুর-১ আসনে এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার ৯ নভেম্বর তিনি ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় মনোনয়নপত্র প্রদান সংক্রান্ত কমিটির নিকট থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর আহমেদ সুজন।
তাছাড়া ওই সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ আওয়ামী ,যুবলীগ ,কৃষক লীগ,ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ের বাহিরে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে এক প্রতিক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন বলেন, কচুয়ার সর্বস্তরের মানুষের মতামত নিয়ে এবং প্রত্যাশার প্রেক্ষিতেই আমি তাদের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং শনিবার মনোনয়নপত্র জমা দিব। আমরা প্রত্যাশা করছি, জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আমাদের এই আবেদনটি বিবেচনায় নেবেন।
দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা কচুয়ার আসনটি জননেত্রীকে উপহার দিতে চাই। আমরা বিশ্বাস করি, এটা একমাত্র আমাদের দ্বারাই সম্ভব। কারণ, কচুয়ার মানুষ এখন আর প্রতিহিংসার রাজনীতি চায় না। কচুয়ার শান্তিপ্রিয় মানুষ রাজনীতির গুনগত পরিবর্তন চায়। তাছাড়া দলের অধিকাংশ নেতাকর্মী আগামী নির্বাচনে এ আসনে আমাকে চায় বলেই আমি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ । আমি সকলের দোয়া প্রার্থী ।
ছবি: আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহকালে দলীয় নেতাকর্মীদের সাথে আলহাজ্ব মো: গোলাম হোসেন।
Leave a Reply