কচুয়ায় আইন শৃংখলা ও মাসিক সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নীলিমা আফরোজের সভাপ্রধানে আইন শৃংখলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান আঃ হাই মুন্সি, মোস্তাফিজুর রহমান জুয়েল, ওসমান গনি মোল্লা, আশ্রাফপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোদেজা বেগম প্রমূখ ।
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা স্বাভাবিক রাখা ,বেসরকারি হাসপাতাল ক্লিনিকের কার্যক্রম পর্যবেক্ষনের জন্য তিন সদস্য বিশিষ্ট ট্রাস্ক ফোর্স গঠন করে অনুমতি বিহীন ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়, মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ প্রতিরোধে জোরদার ভূমিকার বিষয়ে আলোচনা হয়।
একই দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের সভাপতিত্বে মাসিক সমন্নয় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউপি চেয়ারম্যান, সকল বিভাগীয় প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।
Leave a Reply