বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগানে কচুয়ায় তিন দিন ব্যপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় সমাপনী দিনে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। মেলায় অংশগ্রহণকারী ৩৪টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সর্ব্বোচ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিস প্রথম স্থান অর্জন করে, মাধ্যমিক শিক্ষা অফিস দ্বিতীয় স্থান অর্জন করে, মাননীয় প্রধান মন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্প তৃতীয় স্থান অর্জন করে।তাছাড়া মেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কুইজ প্রতিযোগীতা ‘উন্নয়ন জিঞ্জাসায়’ ১৩হাজার ৭শত ৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে ২০ জন বীজয়ীকে পুরষ্কৃত করা হয়।প্রথম স্থান কাদলা ফাজিল মাদ্রাসার সালেহ আহমেদ, ২য় স্থান শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের হামিমা আক্তার, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের আমেনা আক্তার ৩য় স্থান অর্জন করে। এছাড়া বিতর্ক প্রতিযোগীতা, দড়িলাফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
তাছাড়া উন্নয়ন মেলার আকর্ষনীয় ইভেন্ট র্যাফেল ড্রতে প্রথম পুরষ্কার ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন বিজয়ী লাকী কুপন নং-৩৭২৪, ২য় পুরষ্কার স্মার্ট ফোন বিজয়ী লাকী কুপন নং-২৯৯২ এবং ৩য় পুরষ্কার ডিনার সেট বিজয়ী লাকী কুপন নং-৬০৪৬।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপন্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সিনিঃ মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম ফলিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এজিএম সিজান আহমেদ, বিলিং সহকারী মোসাঃ শিফন আক্তারসহ বিপুল সংখ্যক দর্শনার্থী।
ছবিঃ কচুয়ায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় শ্রেষ্ঠ পুরষ্কার গ্রহণ করছেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
Leave a Reply