উপজেলার গোহট ইউনিয়নে কচুয়া ২ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৫ অক্টোবর উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নে গোহট গ্রামে ৩৩/১ কেভি ২০/২৮ এমবিএ উপকেন্দ্রের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন- সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ডিজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কেফায়েত উল্লাহ ।
এসময় উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুত সমিতির সদর দপ্তর কারিগরী শাখার ডিজিএম সুকুমার চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সহ-সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,পল্লী বিদ্যুৎ সমিতির ইসি লুৎফুর রহমান,জুনিয়র প্রকৌশলী জাকারিয়া,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সবুজ প্রমূখ।
প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নির্মাণাধীন উপকেন্দ্রের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
কচুয়া জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম জানান- ৪২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে উপকেন্দ্র নির্মাণের ফলে গোহট উত্তর, গোহট দক্ষিন, আশ্রাফপুর ও কড়ইয়া ইউনিয়নের অংশ বিশেষের ৩২ হাজার গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। তাছাড়া এ এলাকায় নতুন শিল্প কারখানা স্থাপনের সুযোগ বৃদ্ধি পাবে এবং আগামী ৫০ বছরে এ এলাকায় বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না।
কচুয়া : বিদ্যুৎ উপকেন্দ্রে প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সহ অতিথিবৃন্দের একাংশ।
Leave a Reply