চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় শিক্ষা ক্ষেত্রে সাফল্যের অর্জিত বিষয়সমূহ উৎসবমূখর পরিবেশে প্রচার ও তাৎক্ষনিক সেবার উদ্যোগ গ্রহণ করেছে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।উন্নয়ন মেলা উপলক্ষে মাধ্যমিক শিক্ষা অফিস নির্ধারিত স্টলে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সরকারের উন্নয়ন উপস্থাপন করবে। তাছাড়া আদর্শ মডেল স্কুলের উপস্থাপনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌছে দেবার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া মাল্টিমিডিয়া ক্লাসের জন্যে বিনামূল্যে ১ হাজার কনটেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ২০১৬ ও ২০১৭ সালে শ্রেষ্টত্ব অর্জন করে।
সমগ্র উপজেলার শিক্ষক, শিক্ষার্থীও অভিভাবকসহ সর্বস্তরের জনগনের জন্য উন্নয়ন জিঞ্জাসা নামের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগন ৬ অক্টোবর সকাল ১১ টার মধ্যে পত্রিকার কাটিং বা ফটোকপি করে উত্তর পত্র মাধ্যমিক শিক্ষা অফিসের স্টলে জমা দিতে হবে। সর্বোচ্চ উত্তর দাতাকে আকর্ষনীয় পুরষ্কার দেওয়া হবে।
নিন্মে “উন্নয়ন জিঞ্জাসা”র নমুনা দেওয়া হলো। আগ্রহী প্রার্থীগন পত্রিকায় প্রদত্ত নমুনাটি কাটিং করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
Leave a Reply