চুয়ায় দ্বিতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর)কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডারদের অংশ গ্রহনে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। এ সময় তিনি বলেন স্কাউটের মাধ্যমে ছেলে মেয়েদের মাঝে নৈতিকতা ,সততা,শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুনাবলী বিকশিত হবে।
বাংলাদেশ কাব স্কউট কচুয়া শাখার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে উদ্বেধনোত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহ মো: ইকবাল মনসুর,কচুয়া উপজেলা কাব স্কাউটের কমিশনার ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম ,সাধারন সম্পাদক মো: কামাল হোসেন,যুগ্ম সম্পাদক আবুল কাশেম।
জেলা কমিশনার মো: মোজাম্মেল হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কাব স্কাউটের সম্পাদক সরোয়ার হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম ,প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক আবু মুসা প্রমূখ ।
আলোচনা শেষ প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির বেলুন উড়িয়ে চার দিনের দ্বিতীয় ক্যাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন।
কচুয়া : কচুয়ায় কাব ক্যাম্পুরীে পতাকা উত্তলন করছেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ
Leave a Reply