মাদক বাল্য, বিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং প্রতিরোধ ও উপজেলার সার্বিক আইন শৃংখলার উন্মুক্ত পর্যালোচনার লক্ষে চাঁদপুরের কচুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার কচুয়া থানা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান ভূইয়া।এসময় তিনি বলেন, মাদকের ব্যাপারে পুলিশ প্রশাসনের জিরো ট্রলারেন্স। এক্ষেত্রে মাদক ব্যবসায়ী নিকট আত্মীয় হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না। কচুয়াকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মানুষের ভাল চরিত্রের গুনাবলী বিকশিত করে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে পুলিশ কাজ করছে।
কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রাণধন দেবের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ফনি ভ’ষণ মজুমদার তাপু, পৌর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হক, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম, শহীদউল্লাহ প্রমূখ।
ছবি২ঃ কচুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান ভূইয়া।
ছবি
Leave a Reply