ছেলে মেয়েদের সমঅধিকার, বাল্য বিবাহ, নারী শিক্ষা ও জীবন সম্পর্কে সচেতনতা বোধ সৃস্টির লক্ষে কচুয়ায় মিনা দিবস পালিত হয়েছে। “মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই সেøাগানে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শাহ মোহাম্মদ ইকবাল মনসুর, ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিনা দিবসের উপর অভিনয়, নাটক, নৃত্য ও গান পরিবেশন করেন।এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদারসহ অতিথিবৃন্দ।
ছবি১ঃ কচুয়ায় মিনা দিবসে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের একাংশ।
ছবি২ঃ কচুয়ায় মিনা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
ছবি৩ঃ কচুয়ায় মিনা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের একাংশ।
Leave a Reply