কচুয়ায় নিবন্ধিত ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালের পরবর্তী সময়ে হালনাগাদসহ নিবন্ধিত ভোটারদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল, ইউপি চেয়ারম্যান আঃ হাই মুন্সি, মোস্তাফিজুর রহমান জুয়েল, ওসমান গনি মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ কলিমউল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানা খানম প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলার ১৩ টি ইউনিটের ১৩ টি কেন্দ্রে ৪৮ হাজার ৭শত ৭২জন নিবন্ধিত ভোটারের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।জাতীয় পরিচয় পত্র গ্রহণকালে ভোটারদেকে ওই দিন অবশ্যই ভোটার স্লিফ নিয়ে আসতে হবে।
ছবিঃ কচুয়ায় নিবন্ধিত ভোটারদের জাতীয় পরিচয় পত্র বিতরণের লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনো
Leave a Reply