‘সকল আসক্তির হোক শেষ, ক্রীড়ায় গড়ি বাংলাদেশ’ এই সেøাগানে কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৭ সেপ্টেম্বর বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগমের উপস্থিতিতে খেলা উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির। উদ্বোধনী খেলায় আশ্রাফপুর ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে কচুয়া উত্তর ইউনিয়ন বিজয়ী লাভ করে ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,সহকারী কমিশনার(ভূমি) রুমন দে, অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়া,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, মোস্তাফিজুর রহমান জুয়েল, কাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, ছাত্র লীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, ছাত্রলীগ সোহাগ উদ্দিন প্রমুখ।
ছবিঃ কচুয়ায় কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply