কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১সেপ্টেম্বর উপজেলার খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বেসরকারি সংগঠন এফসিএফের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির ৫৪জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপ্রধানে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, খাজুরিয়া লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম বিএসসি,সমাজ সেবক মঞ্জুর আহমেদ সেলিম,ইমাম হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ ,খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধনি শিক্ষক নাছির উদ্দিন আহমেদ মজুমদার প্রমূখ। সভাপতির বক্তব্যে মো: মাবুবব আলম মেধাবী শিক্ষার্তীদের বলেন জীবনে বড় হতে হলে লক্ষ মাত্রা ঠিক করে তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০১৯ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত রাস্ট্র হিসাবে উন্নীতকরার স্বপ্ন বাস্তবায়নের । লক্ষ্য নিয়ে কাজ কারছেন । আজকের শিক্ষার্থীরা প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের সারথী।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,সনদ ও নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউল করিম রতন ।
ছবিঃ ছবি/কচুয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে এফসিএফের বৃত্তি প্রদান করছেন অতিথি বৃন্দরা ।
Leave a Reply