অপহরনের ৪ দিন পর কচুয়ার কলেজ ছাত্রী ফেনী জেলার সোনাগাজী উপজেলা থেকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত তিনজনকে বৃহস্পতিবার ৩০ আগস্ট গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হল ফেনী জেলার সোনাগাজী উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে আবুল কাশেম পারভেজ, আজাদুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম এবং আবু বক্কর সিদ্দিকের ছেলে আহমেদ করিম সোহাগ। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে কচুয়া থানা পুলিশ সোনাগাজী থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধায় সোনাগাজী উপজেলার উকিল পাড়ার একটি ভাড়াটিয়া বাড়ি থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে।শুক্রবার তিন অপহরণকারী সোহাগ, পারভেজ ও জাহিদুলকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ২৬ আগষ্ট রবিবার রাত সাড়ে ১১ টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেলে তাকে অপহরণ করা হয়।এঘটনায় কলেজ ছাত্রীর বাবা বুধবার বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা করে।
কচুয়া থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান ভুইয়া জানান মামলা দায়েরের পর ফেনীর সোনাগাজী থানার সহযোগিতায় আমরা ভিকটিমকে উদ্ধার করেছি এবং তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।
কচুয়াঃ অপহরনের মামলায় গ্রেফতারকৃত সাহাগ, পারভেজ ও জাহিদুল ।
Leave a Reply