সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যায়নরত কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা,স্বাভলম্বী জীবন গড়ার ও সততাবোধ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার ১০১ নং জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরন স্বল্প মূল্যে পাওয়ার জন্যে সততা ষ্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। এসময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ,শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনছুর,ইউআরসি‘র ইন্সট্রাক্টর তারেকনাথ মল্লিক,শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম,সাধারন সম্পাদক কামাল হোসেন,জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম,সহকারি প্রধান শিক্ষক আমির হোসেন,জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী চৌধূরী,বিদ্যালয়ের পরিচলানা পর্ষদের সভাপতি ইদ্রিছ মিয়াজী,সদস্য মোঃ হান্নান,প্রমূখ।
এসময় উদে¦াধক উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন,সততা ষ্টোর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দের পন্য কিনে সামনে রাখা ক্যাশ বক্সে টাকা রেখে যাবে। এই সততা ষ্টোর চালুর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন ন্যায্য মূল্যে খাতা,কলমসহ শিক্ষা উপকরন ক্রয় করতে পারবে অন্যদিকে তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ,শৃঙ্খলাবোধ ও সততাবোধ সৃষ্টি হবে।
ছবিঃ কচুয়ায় জতগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
ছবিঃ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততা ষ্টোর থেকে পন্য ক্রয় করে ক্যাশ বক্সে টাকা দিচ্ছে।
Leave a Reply