কচুয়া উপজেলার শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের ৪ শিক্ষককে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। শনিবার ১১আগস্ট এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ও কলেজের নিয়ম শৃঙ্খলা উন্নতিকল্পে ডাকা কলেজের গর্ভনিং বডির জরুরি সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়। এসময় কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ে বিষয়ভিত্তিক পর্যালোচনা করা হয়। এতে কলেজের জীব বিজ্ঞানের সহকারি অধ্যাপক প্রতীক কুমার মন্ডল,উচ্চতর গনিত বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক শফিউল আলম,রসায়ন বিভাগের প্রভাষক বিমল চন্দ্র আইচকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। এছাড়া শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়ন ও কলেজের নিয়ম শৃঙ্খলাসহ অন্যান্য কর্মকান্ড ৪০ কর্মদিবসের মধ্যে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে কলেজের অধ্যক্ষেকে পদত্যাগ করতে হবে বলে কলেজের অধ্যক্ষ শাহ আলম সিকদার জানান। গর্ভনিং বডির দুই সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চোধুরী ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম খোকা জানান কলেজের এইস এসসির ফলাফলে সবাই হতাশ তাই আজকের সভায় ৪ শিক্ষককে সাময়িক বহিস্কার ও কলেজেরে অধ্যক্ষকে ৪০ দিনের মধ্যে চলে যোবার বিষয়ে সিদ্বান্ত হয় । কলেজ গর্ভনিং বডির সভাপতি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে গর্ভনিং বডির সভায় উপস্থিত ছিলেন,কলেজের অধ্যক্ষ এটিএম শাহ আলম সিকদার, গর্ভনিং বডির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চোধুরী সোহাগ,গভনিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন,তহিদুল ইসলাম খোকা,কামাল পাশা কাজল,ইউপি চেয়ারম্যান হাজী আঃ হাই মুন্সী,রুহল আমিন মাস্টার প্রমূখ। প্রসংগত ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে ২শ’ ৬২ শিক্ষার্থী অংশ গ্রহন, পাস করে মাত্র ৫৮ জন। পাসের হার ২২%।
Leave a Reply