“মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনায়াদ” এই স্লোগানে
কচুয়ায় বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১লা আগস্ট বুধবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি হাসপাতাল চত্তর থেকে বের হয়ে কচুয়া প্রেসক্লাব সড়ক পদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজেদা বেগমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পিংকু চন্দ্রেেসনের উপস্থাপনায় মায়ের দুধের গুনাগুনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেজ্ঞ ডা.আকতারুজ্জামান,ডা,ফারজানা ইসলাম,ডা.মাসুদ রানা ও সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম প্রমূখ।
ছবিঃ কচুয়া বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজেদা বেগম
Leave a Reply