সম্প্রুিত প্রকাশিত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কচুয়ায় আলিম পরীক্ষার ফলাফলে কাদলা ফাযিল ডিগ্রি মাদ্রাসা উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। কাদলা ফাযিল মাদ্রাসার ৩৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১জন জিপিএ-৫সহ ৩০জন কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৮২ভাগ। ৩০ জনের মধ্যে ১জন জিপিএ-৫,৮জন এ গ্রেড,১০জন এ-,৭জন বিগ্রেড ও ৪জন সিগ্রেডে উর্ত্তীন হয়। এ মাদ্রসার জেএসসি,দাখিল মাদ্রাসার ফলাফল সন্তোষজনক। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমেদ বলেন, আমাদের মাদ্রসার গভনিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের নেতৃত্বে দক্ষ পরিচালনা পর্ষদ গুনগত মান সম্পন্ন পড়ালেখা উপহার দেওয়ার জন্য বছরের প্রথম থেকে আমারা সম্মিলিতভাবে কাজ করে আসছি। ্য মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়মিত পড়ালেখা,শিক্ষকদের নিরলস প্রচেষ্ট ও অভিভাবকদের সহযোগীতার কারনে ভাল ফলাফল সম্বভ হয়েছে । ভবিষতে আরো ভাল ফলাফল করব বলে আমরা আশাবাদী । এই জন্য সবার সহযোগীতা কামনা করছি।
কচুয়া : কাদালা মাদ্রাসার উর্ত্তীন শিক্ষার্থীর একাংশ ইনসেটে জিিিপএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো: রুহুল আমিন।
Leave a Reply