কচুয়ার বিভিন্ন মাদ্রাসায় অধয়নরত শিক্ষার্থীদের কেরাত প্রতিযোগীতার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।২২ জুলাই রবিবার কচুয়া থানা অফিসার ইনচাজের কার্যালয়ে ওসি সৈয়দ মাহবুবুর রহমানের সভাপ্রধানে ইসলামিক ফাউন্ডেশন কচুয়া শাখা ও থানা প্রশাসনের যৌথ আয়োজনে কেরাত প্রতিযোগীতার বিষয়ে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক শাহজাহান কামাল,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান হাজী আ:হাই মুন্সি ,ইসলামিক ফাউন্ডেশন কচুয়া শাখার সুপার ভাইজার হাসান মজুমদার,অবসর প্রাপ্ত শিক্ষক সনতোষ চস্দ্র সেন , কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি তরিকুল ইসলাম মুন্সি,উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ । কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্যে বলেন মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম,কওমী মাদ্রাসার শিক্ষার্থদের মেধা মুল্যায়নের জন্য চাাঁদপুরের পুলিশ সুপারের আয়োজনে জেলা ব্যপি কেরাত প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। ৮-১২বছরের শিক্ষার্থীগন ক-গ্রুপ ১৩-১৮বছরের শিক্ষার্থীদের খ গ্রুপে ভাগ করে প্রতিটি মাদ্রাসা হতে দুই গ্রুপে ৬জন নির্বাচিত করার পর উপজেলা পর্যায়ের প্রতিযোগীতার আয়োজন করা হবে। উপজেলা পর্যায়ের নির্বাচিত দুই গ্রুপের ৬জন জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে। জেলা পর্যায়ে প্রতি গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা,দ্বিতীয় পুরস্কার ২০ হাজার ও ৩য় পুরস্কার ১০ হাজার টাকা দেওয়া হবে। প্রতিযোগীতা বাস্তবায়নের লক্ষ্যে সবার সমন্ময়ে কেরাত প্রতিয্গেীতা কমিটি গঠন করা হয় ।তিনি কেরাত প্রতিযোগীতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেছেন।
কচুয়া : কেরাত প্রতিযোগীতার প্রস্তুতি সভার একাংশ
Leave a Reply