মো: আলমগীর তালুকদার ॥চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবি ও একছেস টু হিউম্যান রাইট্স ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. শাহআলম ইকবাল আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দশ দিনের সফরে জাপান যাচ্ছেন। সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহী উদ্দীন খান আলমগীরের এপিএস ,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রিীয কমিটির নির্বাহী সদস্য মানবাধিকার কর্মী অ্যাড.শাহআলমসহ তিন সদস্যের প্রতিনিধি দল জাপানের কম্পারেটিভ ল ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে ফুকুকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ গ্রহনের উদ্দেশ্যে ১৯ জুলাই ঢাকা ত্যাগ করবেন।
ছবি :মানবাধকার কর্মী সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড .শাহআলম ইকবাল ও অ্যাড.জগলুল কবির
বাংলাদেশসহ বিশ্বের ১শত৭৪টিদেশের আইনজীবিসহ মানবাধিকার কর্মীগন সম্মেলনে যোগদান করবেন। বাংলাদেশ দলের প্রতিনিধিগন বাংলাদেশে অবস্থানরত ১০লক্ষ রোহিঙ্গাদের মানবাধিকার সম্পর্কে সম্মেলনে বক্তব্য রাখবেন। বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন সুপ্রিম কার্টের আইনজীবি ও মানবাধিকার কর্মী অ্যাড.জগলুল কবির,মো:মাহবুবুর রহমান।মানবাদিকার কর্মীদের ২৮ জুলাই সম্মেলন শেষে ২৯ জুলাই বাংলাদেশে ফিরবার কথা রয়েছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তাদের দেশ থেকে অমানবিকভাবে বিতারিত করার বিষয় ও অধিকার বঞ্চিত মুষের কল্যানে কাজ করতে জাপানে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে অ্যাড শাহআলম ইকবাল আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।
ছবি : মানবাধকার কর্মী সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড .শাহআলম ইকবাল
Leave a Reply