1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের নবীনবরন

  • আপডেট : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৮৩০ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বাংলাদেশের ২২৭ বর্গ মাইলের মধ্যে একটি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উচ্চ শিক্ষা গ্রহনের জন্য কলেজ বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধি করে জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে ভালোভাবে সুশিক্ষা অর্জন করে নিজেদেরকে তৈরী করতে হবে। তিনি গতকাল রবিবার (১৫ জুলাই) উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো  বলেন।
কলেজের অধ্যক্ষ ড. এটিএম শাহআলম শিকদারের সভাপতিত্বে ও প্রভাষক মোকারম হোসেনের পরিচালনায় নবীন বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন সরকার, সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক শুভজিৎ দাস, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান জসিম, সাবেক সভাপতি মোশারফ হোসেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমদ রাজা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

kac ph 2
ছবি  রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন-ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার