নিজস্ব সংবাদদাতা ॥শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দিন ভিটামিন এ গ্রহনের জন্য কচুয়ায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনসচেতনতা গঠনের লক্ষ্যে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল গ্রহনের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগমের সভাপ্রধানে বক্তব্য রাখেন ,অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,শিশু বিশেষজ্ঞ ডা. আক্তারুজ্জামান,ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পিংকু চন্দ্র সেন, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকার হাছান মাহমুদ প্রমূখ ।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম বলেন ১৪জুলাই
কচুয়া উপজেলার ৬-৫৯ মাস বয়সী প্রায় ৫০ হাজার শিশুদের ৩শত৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সরকারের জাতীয় এ পোগ্রামটি সফল করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
কচুয়া : কচুয়ায় অবহিতকণ ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম একাংশ
Leave a Reply